Logo Logo

ঝালকাঠি-২ আসনে জনগনের একমাত্র ভরসা বিএনপি নেতা নান্নু


Splash Image

ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে বিএনপির অভ্যন্তরীণ জনমত জরিপে সবচেয়ে এগিয়ে আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জননেতা মাহাবুবুল হক নান্নু।


বিজ্ঞাপন


একসময়ের জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ঝালকাঠি ও নলছিটি উপজেলা গত ১৬ বছরে রাজনৈতিকভাবে বিলুপ্ত হয়ে পড়েছে। টানা তিনবার ভোটে কারচুপির অভিযোগে আওয়ামী লীগের আমির হোসেন আমু সংসদ সদস্য নির্বাচিত হলেও আসনটি ধীরে ধীরে বিএনপির ঘাঁটিতে পরিণত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এ বাস্তবতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঝালকাঠি-২ আসনের প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতৃত্বের সম্মতিক্রমে নেওয়া হবে।

দলীয় অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মনোনয়ন ঘোষণার দ্বারপ্রান্তে এসে ঝালকাঠি-২ আসনে পুনরুদ্ধার কৌশলের অংশ হিসেবে এবং সংগঠনকে আরও শক্তিশালী রাখার লক্ষ্যেই নান্নুর মনোনয়ন নিশ্চিত হলে বিএনপি এখানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররাও একই মত প্রকাশ করেছেন।

স্থানীয়ভাবে ব্যাপক জনসংযোগ, সভা-সমাবেশ এবং তৃণমূল পর্যায়ে নানা কার্যক্রমের মাধ্যমে নান্নু দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি গরীব ও মেহনতি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করছেন বলে জানা গেছে।

দলের নির্ভরযোগ্য সূত্র, গণমাধ্যমের অভ্যন্তরীণ জরিপ ও জনমত বিশ্লেষণে দেখা গেছে, মাহাবুবুল হক নান্নুর জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তার সাংগঠনিক অভিজ্ঞতা, স্থানীয় সমস্যা সম্পর্কে গভীর ধারণা এবং তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা তাকে বিএনপির শীর্ষ পছন্দে পরিণত করেছে।

মনোনয়ন প্রসঙ্গে মাহাবুবুল হক নান্নু ভোরের বাণীকে বলেন, “আমি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান করি। জনগণের আস্থা অর্জন ও দলের জন্য কাজ করাই আমার লক্ষ্য। দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হলে আমি প্রতিবছর নিজের সম্পদের হিসাব প্রকাশ করবো এবং সরকারের উন্নয়নের পাশাপাশি দলকেও শক্তিশালী করে রাখবো।”

ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় ঘুরে দেখা গেছে, বিএনপির আনুষ্ঠানিক ঘোষণার আগেই নান্নুর সমর্থকরা তার মনোনয়নের দাবিতে সংগঠিত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, এ জনসমর্থনই আসন্ন নির্বাচনে দলের জন্য বড় শক্তিতে পরিণত হবে।

দলীয় পর্যবেক্ষণে দেখা গেছে, ঝালকাঠি-২ আসনে প্রার্থী বাছাইয়ে জনমত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাহাবুবু হক নান্নুর জনপ্রিয়তা ও সাংগঠনিক ভিত্তি বিবেচনায় তার মনোনয়নের সম্ভাবনা এখন অনেকটাই জোরালো।

এদিকে একই আসনে প্রার্থীতা পাওয়ার জন্য লবিং করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী, জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট শাহাদাত হোসেন এবং আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টা।

অপরদিকে, এ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামী একক প্রার্থী শেখ নেয়ামূল করিম ও হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজীও মাঠে সক্রিয় রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...