Logo Logo

সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় মানববন্ধন


Splash Image

তক্ষীরা শহরের প্রাণসায়ের খাল রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং সুপেয় পানির দাবিতে ব্যাপক অংশগ্রহণে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা পাকাপুল সংলগ্ন পাসপোর্ট অফিসের সামনে এ কর্মসূচি আয়োজন করে এক্টিভিস্টা সাতক্ষীরা, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্স, নাগরিক কমিটি, সুশীল সমাজ, সামাজিক ও যুব সংগঠন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জনগণ।

প্রাণসায়ের খালকে সাতক্ষীরার ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে বর্ণনা করে বক্তারা বলেন, ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার প্রাণনাথ রায়চৌধুরী ১৮৬০-১৮৬৫ সালের দিকে শহরের উন্নয়ন, নৌযোগাযোগ ও কৃষিকাজের সুবিধার্থে খালটি খনন করেন। তার নামানুসারেই এর নামকরণ হয় ‘প্রাণসায়ের খাল’।

একসময় মরিচ্চাপ নদী থেকে নৌখালি খাল ও বেতনা নদীর সঙ্গে সংযুক্ত এই খালটি সাতক্ষীরা শহর ও আশপাশের গ্রামীণ অঞ্চলের মধ্যে নৌযান চলাচল, সেচ ও বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল। শহরের পানি নিষ্কাশন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালটির ভূমিকা ছিল অপরিসীম।

কর্মসূচিতে অংশ নেয় এক্টিভিস্টা সাতক্ষীরা, ইয়ুথ অ্যালায়েন্স সাতক্ষীরা, জেলা নাগরিক কমিটি, প্রথম আলো বন্ধু সভা, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি, বিডি ক্লিন, স্বদেশ, সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম, বারসিক, ভিবিডি, ক্রিসেন্ট, ল স্টুডেন্ট ফোরাম, উত্তরণ, প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ, টিআইবি, গ্রীণম্যান, জনকল্যাণ সংস্থা ও শরুব ইয়ুথ টিম।

বক্তারা বলেন, বর্তমানে খালের বড় অংশ দখল, আবর্জনা ফেলা, অবৈধ ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং বাজারের বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। খালের তলদেশ ভরাট হওয়া ও নিয়মিত খনন না হওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। সংযোগ খালগুলো সুইচগেটের কারণে বন্ধ হয়ে পড়ায় খালটি এখন প্রায় মৃতপ্রায়। এতে শহরে জলাবদ্ধতা, দুর্গন্ধ, মশাবাহিত রোগসহ নানাবিধ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, প্রাণসায়ের খাল শুধু একটি জলপথ নয়—এটি সাতক্ষীরার ঐতিহ্য, পরিচয় ও পরিবেশগত ভারসাম্যের প্রতীক। এর পুনরুদ্ধার শহরের জীবনযাত্রা, অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

আন্দোলনের দাবিসমূহ হলো- খালের নান্দনিকতা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা, খালের দুই পাড়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও ঢাকনাযুক্ত ডাস্টবিন স্থাপন, খালের দু’পাশে সবুজায়ন ও সুরক্ষা বেষ্টনী গঠন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ, অবৈধ দখল উচ্ছেদ ও মনিটরিং কমিটি গঠন, কসাইখানা ও দূষণকারী স্থাপনা স্থানান্তর ও খালের সংযোগ খালসমূহ অবমুক্তকরণ ও জনমত গঠন।

বক্তারা আরও দাবি করেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরার শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও তালা উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের কার্যকর ভূমিকা এবং পানির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রাণসায়ের খাল রক্ষা ও সুপেয় পানির দাবিতে সাতক্ষীরার মাননীয় জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা বলেন, “প্রাণসায়ের খাল রক্ষার এই আন্দোলন শুধু একটি পরিবেশ রক্ষার উদ্যোগ নয়—এটি আগামী প্রজন্মের টিকে থাকার সংগ্রাম। আমরা চাই, আপনাদের সার্বিক সহযোগিতায় ফিরে আসুক প্রাণসায়ের খালের হারানো গতিময়তা, আর দূষণমুক্ত ও নান্দনিক হয়ে উঠুক আমাদের প্রাণের শহর সাতক্ষীরা।”

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...