বিজ্ঞাপন
উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সকাল থেকেই বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ ফিরে গেছেন বাড়িতে।
এ উপজেলার ৭৪৫ জন সহকারী শিক্ষক মধ্যে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষকরা অফিস কক্ষে অবস্থান নিয়েছেন। শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে।
শিক্ষকরা আরও বলেন, “আমাদের মৌলিক দাবি এবং দাবিসমূহ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করব না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে চালানো হচ্ছে।”
কলাপাড়া উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, তারা শিক্ষক ও প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনের জন্য বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...