ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ছয় ম্যাচে চার গোল করে দারুণ ছন্দে আছেন। তার এই গোলগুলোর দু’টির যোগানদাতা অধিনায়ক জামাল ভূঁইয়া, যার সঙ্গে হামজার মাঠের রসায়নও দারুণ বলে জানা যায়।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জামাল জানান, মাঠের বাইরেও তাদের বোঝাপড়া খুব ভালো। তিনি বলেন, বিদেশ থেকে আসা হওয়ায় হামজার সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠ, এবং ফুটবল–সংক্রান্ত যেকোনো বিষয়ে হামজা তাকে টেক্সট বা ফোন করে পরামর্শ নেয়। মাঠের বাইরে শুরু হওয়া এই বোঝাপড়াই মাঠে আরও শক্তিশালী রূপ নেয়। বাংলাদেশের হয়ে হামজার প্রথম গোলটি আসে ভুটানের বিপক্ষে, জামালের কর্নার থেকে। সর্বশেষ নেপালের বিপক্ষেও জামালের বাড়ানো বল থেকে গোল করেন তিনি। চার গোলের মধ্যে বাইসাইকেল কিকটিকে সবচেয়ে অসাধারণ বলে মন্তব্য করেছেন জামাল। যদিও মাঠে তাদের রসায়ন দারুণ, তারপরও অধিনায়ক হয়েও কখনো কখনো একাদশের বাইরে থাকতে হয় জামালকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, সিদ্ধান্ত কোচের, তবে খেলতে না পারলে খারাপ লাগে। বহুদিন ধরে আন্তর্জাতিক ফুটবলে গোলখরা সমস্যায় থাকা বাংলাদেশের আক্রমণে নতুন মাত্রা এনেছেন হামজা। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও নিয়মিত গোল করছেন তিনি, যা অত্যন্ত ইতিবাচক বলে মনে করেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার মতে, ছয় ম্যাচে চার গোল করা হামজার প্রভাব দলের জন্য অনেক বড়। তাকে সামনে বা পেছনে খেলার যে স্বাধীনতা দেওয়া হচ্ছে, তা দলের আক্রমণভাগকে আরও কার্যকর করে তুলেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...