Logo Logo

ছাত্র আন্দোলনে হামলাকারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার


Splash Image

শেরপুরের নকলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে আহত করার অভিযোগে চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু গ্রেফতার।


বিজ্ঞাপন


শেরপুরের নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ওরফে গেন্দুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) বিকেলে চন্দ্রকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে চন্দ্রকোনা পুলিশ ফাঁড়ি। পরে নকলা থানা পুলিশের মাধ্যমে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মানিক চন্দ্র দে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালিয়ে আহত করার ঘটনায় শেরপুর সদর থানায় দায়ের হওয়া মামলা নম্বর ২৪-এর ভিত্তিতে গেন্দুকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নকলা থানার ওসি বলেন, আহত শিক্ষার্থীর অভিভাবক মামলা দায়ের করেছেন, এবং হাসপাতালের পক্ষ থেকে ধারা ২৬ অনুযায়ী চিকিৎসা সনদ প্রদান করা হয়েছে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কামরুজ্জামান গেন্দু ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা এবং চন্দ্রকোনা কলেজের সাবেক গ্রন্থাগারিক। পরবর্তীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে জয়লাভ করে চেয়ারম্যান হন। অভিযোগ রয়েছে, তিনি তার অনুগত লোক ছাড়া অন্যদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ করতেন। অসহায় মানুষ অনেক সময় পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন।

এছাড়া, স্থানীয়ভাবে সমালোচিত আরেকটি বিষয় হলো, গেন্দু তার স্ত্রীকে 'স্বপ্ন প্রকল্প'-এ উপজেলা কো-অর্ডিনেটর হিসেবে চাকরি দিয়েছেন, যা এলাকাবাসীর মতে, নিয়মবহির্ভূত প্রভাব খাটিয়ে করা হয়েছে।

প্রতিবেদক- আইনুল নাঈম, নকলা, শেরপুর

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...