Logo Logo

কাশিয়ানীতে ৮ দিন পরও খোঁজ মেলেনি স্কুল ছাত্রের


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে এহসান মিয়া (১৪) নামের এক স্কুলছাত্র ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে খায়েরহাট গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।


বিজ্ঞাপন


নিখোঁজ এহসান কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের টেইলার্স ব্যবসায়ী মোশারফ মিয়ার ছেলে এবং কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সন্তান হারানোর ব্যথায় তার পরিবার উদ্বিগ্ন ও গভীর দুশ্চিন্তায় রয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এহসানকে জীবিত ফিরে পেতে তারা প্রতিটি মুহূর্তই প্রার্থনা করছেন। এ সংক্রান্ত আইনগত পদক্ষেপ হিসেবে গত ১১ ডিসেম্বর এহসানের বাবা মোশারফ মিয়া কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজের দিন থেকে তাদের অনেক খোঁজ-খুঁজি সত্ত্বেও এহসানের কোনও সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, ‘৮ দিন হয়ে গেল, ছেলের খোঁজ পাচ্ছি না। আমাদের ধারণা, এহসান কাশিয়ানী রেলওয়ে জংশন থেকে ট্রেনে করে কমলাপুর চলে গেছে। সেখানে হয়তো কোনো চক্রের হাতে পড়ে গেছে। পরিবারের সদস্যরা মানসিকভাবে অস্থির এবং ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছে না। আমি চাই, আমার ছেলে ফিরে আসুক। এজন্য থানায় জিডি করেছি।’

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর আলম মিয়া বলেন, ‘নিখোঁজ স্কুলছাত্রের বাবা থানায় জিডি করেছেন। এ বিষয়ে জেলা ও আশেপাশের সকল থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এবং তাকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।’

এহসান মিয়ার পরিবারের সদস্যরা আশাবাদী, দ্রুত তার সন্ধান মিলবে এবং সে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...