বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের শিববাড়ী মোড়ে এসে ম্যারাথন দৌড়টি শেষ হয়। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাতসহ মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। তরুণ সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই সারাদেশে ম্যারাথন দৌড়, সাইকেল র্যালি ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ পুনরুজ্জীবিত করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, যা সচেতন তরুণ সমাজ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...