Logo Logo

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য


Splash Image

বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া একটি ভারতীয় ট্রাক প্রায় আড়াই মাস পর তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ, শাড়ি ও কসমেটিকস উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


গত সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে বেনাপোল কাস্টমস হাউস। এ সময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামানোর চেষ্টা করে। এ সময় ভারতীয় ওই ট্রাকটির চালক বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে ট্রাকটি (নম্বর: HR-38-11248) ফেলে রেখে পালিয়ে যায়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষায় ট্রাকটির ভেতর ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস এবং বাজি (পটকা) পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...