Logo Logo

হাতিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


Splash Image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে হরনী ইউনিয়ন জিয়া মঞ্চ।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন, যেখানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়।

আলোচনা সভায় হরনী ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি জামসেদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান দোলন, উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিশান উদ্দিন রকি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়া পরিবার দেশের ক্রান্তিকালীন সময়ে মানুষের পাশে ছিল এবং আগামীতেও দেশের মানুষের পক্ষে থাকবে।

তারা আরও উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের জনগণের কল্যাণে কাজ করেছেন এবং তিনি দেশের গণতন্ত্রের প্রতীক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...