Logo Logo

সালথায় মাছ ব্যবসায়ী উৎপল হত্যা : সাভার থেকে আসামি জাফর গ্রেপ্তার


Splash Image

ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর ও ক্লুলেস মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র‍্যাব। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যতম আসামি জাফর মোল্যাকে (৪২) ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত জাফর মোল্যা ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন তেতুলিয়া গ্রামের মৃত কাদের মোল্যার ছেলে।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯:৪৫ মিনিটে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এই অভিযানে র‍্যাব-৪ সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর ৪টার দিকে মাছ ব্যবসায়ী উৎপল সরকার অটোভ্যান চালক ফিরোজ মোল্যার সাথে মাছ কেনার উদ্দেশ্যে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক যোগে আসা ৩-৪ জন মুখোশধারী ব্যক্তি তাদের গতিরোধ করে।

হামলাকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যানচালক ফিরোজের হাত-মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সাথে আটকে রাখে এবং তার মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা উৎপল সরকারের কাছে থাকা মাছ কেনার প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা উৎপল সরকারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ ব্রিজের কোণে ফেলে রেখে পালিয়ে যায়।

এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০৪, তারিখ- ০৬/১২/২০২৫ খ্রি., ধারা- ৩৯৪/৩০২ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...