বিজ্ঞাপন
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ সোলায়মান, সদর উপজেলা সভাপতি মোল্লা হেদায়েত হোসেন, মহিলা সম্পাদিকা রোকসানা পারভীন, উপজেলা শাখার অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
কর্মবিরতিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তারা অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছয় দফা দাবির মধ্যে রয়েছে— নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস সংযুক্ত করা, স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেডে উন্নীত করা, হেলথ ইন্সপেক্টরদের (এইচআই) ১৩তম গ্রেড এবং সহকারী হেলথ ইন্সপেক্টরদের (এএইচআই) ১২তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
কর্মবিরতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে মাঠপর্যায়ের কিছু স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হলেও জরুরি সেবাগুলো সচল ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...