Logo Logo

সাতক্ষীরায় বিজিবির অভিযান ২২ কোটি টাকার আইস ও মাদক জব্দ


Splash Image

সাতক্ষীরায় সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) এক বিশেষ অভিযানে প্রায় ২২ কোটি টাকা মূল্যের ভারতীয় ভয়ংকর মাদক ‘আইস’ (ক্রিস্টাল মেথ) ও ফেনসিডিল সদৃশ সিরাপসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানতে পারে যে, মাদকের একটি বড় চালান মোটরসাইকেলযোগে বাদামতলা এলাকা থেকে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের নির্দেশনায় বিজিবির একটি চৌকস দল রইচপুর এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে একজন সন্দেহভাজন আরোহীকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক তার মোটরসাইকেল এবং সাথে থাকা একটি স্কুল ব্যাগ ফেলে রেখে পাশের ঘন জঙ্গলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৪ কেজি ২৫০ গ্রাম আইস এবং ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত আইস ও অন্যান্য মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি টাকা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলটি বর্তমানে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দকৃত মাদক পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে বিজিবি নিশ্চিত করেছে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...