Logo Logo

নেত্রকোণায় কৃষককে জবাই করে হত্যা, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ


Splash Image

নেত্রকোনা সদর উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষে মুখ ও পা বাঁধা অবস্থায় জবাই করা এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


নিহত কৃষকের নাম হেলাল উদ্দিন (৬০)। তিনি সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতের খাবার শেষে হেলাল উদ্দিন নিজ শয়নকক্ষে নিজের বিছানায় ঘুমাতে যান। তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) একই কক্ষে পর্দা টানিয়ে পাশের একটি খাটে ঘুমিয়ে পড়েন। রোববার ভোররাত আনুমানিক ৪টার দিকে ঘুম থেকে উঠে বেদেনা আক্তার পাশের বিছানায় স্বামীকে মুখ ও পা বাঁধা এবং জবাই করা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে জেলা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। প্রাথমিক তদন্তে নিহতের স্ত্রীর বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...