Logo Logo

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির প্রস্তুতি সভা


Splash Image

তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, যুগ্ম আহ্বায়ক শমশের আলি মোহন, বাগেরহাট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান শান্ত, বিএনপি নেতা অধ্যাপক হাদিউজ্জামান হিরোসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে প্রবাসে থেকেও তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার দেশে ফেরা মানে গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি সঞ্চার হওয়া। তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সভা থেকে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়। পাশাপাশি জানানো হয়, তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন।

প্রতিবেদক- মো: রাকিব হাসান, বাগেরহাট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...