বিজ্ঞাপন
রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
অভিযানে সেনাবাহিনীর একজন অফিসারসহ মোট ১৫ জন এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েব সুবেদার কাজী মো. কামালের নেতৃত্বে ১৪ জন সদস্য অংশ নেন। যৌথ অভিযানে সর্বমোট ৩০ জন সদস্য দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটককৃত ভারতীয় পণ্য জিরা ও ফুসকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...