বিজ্ঞাপন
বিবৃতিতে জানানো হয়েছে, গত ১১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন দেশের মোট ১৭ হাজার ৮ শতাধিক নাগরিককে গ্রেপ্তার করা হয়।
সৌদি দৈনিক ওকাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জনকে সৌদিতে বসবাসের জন্য প্রয়োজনীয় নথি না থাকা, ৩ হাজার ৮০১ জনকে সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশ এবং ২ হাজার ৮৮৯ জনকে শ্রম আইনভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে।
এছাড়া, অবৈধ অভিবাসীদের থাকার সুযোগ বা চাকরি দেওয়ার দায়ে ১৫ জন নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর হাতে ১ হাজার ৫০৯ জন ধরা পড়েছেন। এর মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেন, ৫৫ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো নাগরিক বা স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি যদি অবৈধ বা নথিবিহীন অভিবাসীদের দেশে প্রবেশ, যাতায়াত, চাকরি প্রাপ্তি বা সহায়তা প্রদান করে, তাহলে তাদের ১৫ বছর কারাবাসের পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা দিতে হবে।
মন্ত্রণালয় এই পদক্ষেপকে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...