বিজ্ঞাপন
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি বলেন, "ফয়সালের সর্বশেষ অবস্থান নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীরা অনেক সময় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, তবে সে দেশের বাইরে চলে গেছে—এমন কোনো নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই।"
শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে একটি 'রাজনৈতিক হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করা হচ্ছে। এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে খন্দকার রফিকুল ইসলাম বলেন, "আমরা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা পাইনি। তবে প্রকৃত সত্য উদ্ঘাটনে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"
এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম। সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সবগুলো দিক দেখছি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...