Logo Logo

রোহিঙ্গা নাগরিক ভোটার হতে এসে দালালসহ আটক


Splash Image

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভোটার হতে এসে এক রোহিঙ্গা যুবক ও তাকে সহায়তাকারী এক দালালকে আটক করেছে নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তারা।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২২ এর আমির হোসেনের ছেলে নুরুল আমিন (৩০) এবং সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের বাওর কোট গ্রামের মৃত শফিকুল্লার ছেলে মো. বেলায়েত হোসেন (৪৩)।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা যুবক নুরুল আমিন চট্টগ্রামে অবস্থানরত রাজু নামের এক দালালের মাধ্যমে সোনাইমুড়ীর একটি ইউনিয়নের নামে জন্মসনদ সংগ্রহ করেন। পরে তিনি ভোটার হতে উপজেলা নির্বাচন অফিসে যান। রাজুর চাচা বেলায়েত হোসেন তার কাগজপত্র নিয়ে সঙ্গে যান এবং ছবি তোলার চেষ্টার সময় অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়।

নির্বাচন অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আলী হোসেন বলেন, “তাদের কথাবার্তা ও তথ্যের মধ্যে অসামঞ্জস্য দেখে আমরা জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে নুরুল আমিন স্বীকার করেন যে, দালাল রাজুর মাধ্যমে তিনি ভোটার হতে এসেছেন।”

ঘটনার পর রাজু (৩৮) পালিয়ে যান। তবে আটক দুইজনকে সন্ধ্যায় সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...