Logo Logo

বন্ধ ক্যাম্পাসে নির্বাক প্রাণীদের পাশে ববি'র একদল শিক্ষার্থী


Splash Image

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি হিসেবে গত পহেলা জুন থেকে ১৯ ই জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ার পর পরই বিশ্ববিদ্যালয়ের হলে থাকা প্রায় সকল শিক্ষার্থী পরিবারের সাথে ঈদ উদ্‌যাপন করতে বাড়িতে গেছ


বিজ্ঞাপন


এমতাবস্থায় ক্যাম্পাস এড়িয়ায় অবস্থানরত কুকুর-বিড়াল (যেগুলো শিক্ষার্থীদের খাবারের উচ্ছিষ্টাংশ বা শিক্ষার্থীদের দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকে)গুলোর জন্য খাদ্য সংকট দেখা দিয়েছে। এরকম পরিস্থিতিতে উক্ত নির্বাক প্রাণীগুলোর খাদ্যের জোগান দিতে ববি'র একদল শিক্ষার্থী এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। তারা ফান্ড কালেক্ট করে উক্ত প্রাণীগুলোর জন্য খাবারের ব্যবস্থা করছে।

এ সম্পর্কে জানতে চাইলে উল্লিখিত উদ্যোগের মূল উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী অনন্যা আফরিন বলেন"আমার একটা কুকুর আছে তাই এ ধরনের প্রাণীদের প্রতি আমার ইমোশন কাজ করে। আমি ক্যাম্পাসে গেলে সাধারণত এসব প্রাণীদের খাবার দেই।ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবে,এসময় ক্যাম্পাসে অবস্থানরত এরকম নির্বাক প্রাণীগুলোর খাদ্যের অভাব দেখা দিবে।তাই আমি এরকম একটা উদ্যোগ গ্রহণ করি এবং আমি আমার বিভাগের সিনিয়র ও ব্যাচমেটদের সাহায্য পেয়েছি।তিনি আরও বলেন,"আমাদের কাছে এ ধরনের প্রাণীদের খাবারের জন্য আরও ৭ দিনের ফান্ড কালেকশন করা আছে,

যদি ভালো সাড়া পাই তাহলে পুরো ছুটি জুড়ে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।"

- ববি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...