বিজ্ঞাপন
সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উক্ত গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)।
স্থানীয়রা জানান, ঈদের দ্বিতীয় দিনে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে দুই শিশু। বিকেলে বাড়ির পাশে খেলার সময় তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
দীর্ঘ সময় পর বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
-নোয়াখালী প্রতিনিধি:গিয়াস রনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...