ছবি- হিন্দুস্তান টাইমস, সংগৃহীত।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ থেকে ১৫ জুলাই রাতের মধ্যে মংলা বন্দরের কাছাকাছি এলাকায় দুটি ভারতীয় ট্রলার বাংলাদেশি জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল বলে অভিযোগ ওঠে। নৌবাহিনী অভিযান চালিয়ে ওই দুটি ট্রলার ও ৩৪ জন জেলেকে আটক করে।
ভারতের এক সরকারি কর্মকর্তা জানান, “আটকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। ইতোমধ্যেই কনস্যুলার অ্যাক্সেসের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।”
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। তবে চলতি বছরের ৫ জানুয়ারি বাংলাদেশ ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে এবং বিনিময়ে ভারতও ৯০ জন বাংলাদেশি জেলেকে ফেরত পাঠায়।
প্রতি বছর সমুদ্রসীমা অতিক্রম করে মাছ ধরার অভিযোগে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোও ভারতীয় জেলেদের আটক করে। আধুনিক ন্যাভিগেশন ব্যবস্থা না থাকার কারণে ভারত ও প্রতিবেশী দেশগুলোর অনেক নৌকা অনিচ্ছাকৃতভাবে অন্য দেশের সমুদ্রসীমায় ঢুকে পড়ে।
সূত্র-হিন্দুস্তান টাইমস
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...