Logo Logo

চোরাই পথে আনা ভারতীয় ৩৩ লাখ টাকার শাড়ী জব্দ


Splash Image

ভারতের সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনরোড এলাকা থেকে ৩৩ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫১৫ পিস শাড়ী জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


বুধবার (৩০ জুলাই) গোপন সংবাদের বৃত্তি ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের বারোমারী বিওপির টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে অবৈধ পথে আসা বাংলাদেশে পাচারকালে এ-সব পণ্য জব্দ করেন।

বিজিবি'র সূত্রে, মঙ্গলবার রাতে একই বিওপির বিজিবি সদস্যরা টহলের সময় ১১১২/৫ এস সীমান্তের মেইন পিলার এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। অপরদিকে, বিজিবির বারোমারী কোম্পানি ক্যাম্প সদরের আওতাধীন হলদীগ্রাম বিওপির টহলরত বিজিবি সদস্যরাও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মেহেদি হাসান পিপিএম জানান, শেরপুর সীমান্তের বারোমারী ও হলদীগ্রাম বিজিবি ক্যাম্প এলাকা ছাড়াও ময়মনসিংহ সীমান্তের তেলিখালী ও ঘোষগাঁও সীমান্ত থেকে গরু ও দেশীয় মাছ পাচারকালে জব্দ করা হয়েছে। সীমান্তরক্ষা ছাড়াও চোরাচালান বন্ধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...