বিজ্ঞাপন
আটককৃতরা হলে কক্সবাজারের রামুর খুনিয়া পালং ইউনিয়নের খেদারঘোনা এলাকার পেঠান আলীর পুত্র রিয়াজ এবং একই এলাকার শফিউল আলমের পুত্র জামাল।
দারিয়ার দীঘি বিট কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, সঙ্গবদ্ধ একটি চক্র দীর্ঘ দিন ধরে সুযোগ পেলেই বনের গাছ কাটার অপচেষ্টা করে। তাদের কে আটক করার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।অবশেষে গেল বুধবার ৩০ জুলাই ২০২৫ইং তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি দের কে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। প্রায় এক যুগ পর দারিয়ারদিঘী বিট থেকে আটককৃত আসামি আদালতে চালান দেয়া সম্ভব হয় বলেও জানান তিনি।
উপকার ভোগী শফিউল আলম জানান, তারা বন বিভাগের উপকার ভোগী সদস্য বন বিভাগের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে, বন বিভাগের সাথে বিভিন্ন অভিযানে অংশ গ্রহণ করেন গত রাতে ও বন বিভাগের সাথে অভিযানে অংশ গ্রহণ করে কাছ কাটার সময় দুই জন কে আটক করতে সক্ষম হন।
উপকার ভোগী মিজানুর রহমান সিকদার জানান এলাকার গাছ চুর সিন্ডিকেট কর্তৃক বাগানের অনেক গুলো গাছ চুরি হয়ে গেছে তাদের ধরার জন্য বিভিন্ন সময় বন বিভাগের সাথে অভিযানে গিয়ে ব্যর্থ হয়েছে তারা গেল বুধবারের অভিযানে দুই জনকে আটক করা হয়।তাদেরকে কক্সবাজার বন আদালতে প্রেরণ করেন বন বিভাগ।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক অভিউজ্জমান বিষয়টি নিশ্চিত করেন।
-মোহাম্মদ শাহজাহান রামু উপজেলা প্রতিনিধি
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...