Logo Logo

বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির শিক্ষার্থীরা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন


Splash Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রির দাবিতে টানা পাঁচদিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


বিজ্ঞাপন


‘এক পেশায় দুই ডিগ্রি’ প্রথা বাতিলের দাবিতে এবার তারা বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) লাল কার্ড প্রদর্শন করে প্রতীকী প্রত্যাখ্যান ঘোষণা করেছেন।

রোববার (৩ আগস্ট) আন্দোলনের পঞ্চম দিনে সকাল ১১টায় পশুপালন অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা স্লোগান দেন— ‘এক দফা এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড’, ‘এক পেশায় দুই ডিগ্রি, মানি না মানি না’।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা পশুপালন অনুষদের ডিন কার্যালয় এবং প্রধান দুটি ফটকে তালা লাগিয়ে দেন। দুপুর দেড়টা পর্যন্ত ফটকগুলো তালাবদ্ধ ছিল।

আন্দোলনকারীদের অভিযোগ, এক পেশায় দুই ধরনের ডিগ্রি থাকায় পেশাগত ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। একই কাজে নিয়োজিত হলেও ডিগ্রির কারণে তারা পিছিয়ে পড়ছেন।

আন্দোলনের বিষয়ে এক তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি। এর আগে ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছেন, তার কাছেও আবার স্মারকলিপি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

এদিকে, আন্দোলনকারীদের বিপক্ষে বৃহস্পতিবার (৩১ জুলাই) বাহা ও পশুপালন অনুষদের এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীদের "বিপথগামী" বলা হয়। এর প্রতিবাদে আজকের মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘তুমি কে আমি কে? বিপথগামী বিপথগামী’, ‘কে বলেছে কে বলেছে, বাহা বাহা’ এবং বাহার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।

আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও। যদিও তারা ক্লাস ও পরীক্ষা চালু রেখেই এই সংহতি প্রকাশ করছেন। তারা পৃথকভাবে একই দাবি নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সহ-সভাপতি মো. মোরসালীন বলেন, “আমরা ভেটেরিনারি অনুষদ থেকে আগে থেকেই কম্বাইন্ড ডিগ্রির দাবি জানিয়ে আসছি। পশুপালন অনুষদ এখন সেই দাবিতে আন্দোলন করছে। তাই তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। শিগগিরই আমরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেব।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রতিবেদক - মোঃ আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...