Logo Logo

হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

‘এনসিপি কর্মীদের চোখ রাঙালে রাজনৈতিক জবাব দেওয়া হবে’


Splash Image

ছবি : সংগৃহীত।

রাজনৈতিক হুমকি ও বাধা মোকাবিলায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।


বিজ্ঞাপন


তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এনসিপির কোনো কর্মীকে ভয় দেখালে কিংবা চোখ রাঙালে, তার জবাব দেওয়া হবে রাজনৈতিকভাবে।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণাসভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি। এ এক বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব যেভাবে দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব।”

তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় এনসিপির কর্মীদের ভয়ভীতি ও বাধার মুখে পড়তে হচ্ছে। এসব কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ার করেন।

তিনি আরো বলেন, “মনে রাখবেন, এখন থেকে রূপসা থেকে পাথরিয়া—এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি—ভয় পাবেন না। এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক, মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব।”

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণাকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ সমাবেশটি ছিল দলটির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জনসমাগম। দলীয় নেতারা জানান, শিগগিরই দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...