Logo Logo

ইবির আল-ফিকহ্ এন্ড ল' বিভাগের সভাপতি'র দায়িত্ব হস্তান্তর


Splash Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ এন্ড ল বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ আগস্ট) বেলা ১২ টার দিকে বিভাগীয় সভাপতির কক্ষে এটি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এসময় নতুন সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিনের স্থলাভিষিক্ত হন। এসময় বিভাগের পক্ষ থেকে উভয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.আলীনূর রহমান ও অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী , আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও সহকারী অধ্যাপক সাহিদা আখতার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক ও অর্থনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক পার্থ সারথি লস্কর উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের অধ্যাপক ড. আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার, , বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন ও অধ্যাপক ড. নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন। এসময় সদ্য সাবেক ও নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন আল-ফিকহ্ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলাম।

সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভাগের একাডেমিকসহ সব ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় তা সম্পন্ন করতে পেরেছি। আজ নতুন সভাপতি হিসেবে আমার সহকর্মী অধ্যাপক ড. আলতাফ হোসেন দায়িত্ব গ্রহণ করবেন। দোয়া করি তিনি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, বিভাগের সার্বিক উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এ কাজে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার নেক হায়াত দান করেন। আমি যাতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...