Logo Logo

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি


Splash Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।


বিজ্ঞাপন


র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড.এমতাজ হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহিদ মুহাম্মদ রেজওয়ান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, ক্রিয়াশীল ছাত্রসংগঠন, আবাসিক হল ও বিভাগের ব্যানারে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় ‘মুজিববাদ মুর্দাবাদ; সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; ইনকিলাব জিন্দাবাদ; কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার; 'পালাই ছেড়ে পালিয়েছে, খুনি হাসিনা পালিয়েছে, 'এই দেশ আমার দেশ; বাংলাদেশ বাংলাদেশ ‘। ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

র‍্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আজকে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে সকল শহিদদের সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। সেই সাথে যারা চব্বিশের আন্দোলনে সংগ্রাম করেছে, ইসলামি বিশ্ববিদ্যালয়ে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি। চব্বিশের ৫ আগস্ট হলো আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূলমন্ত্র, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধি বৈষম্যহীন বাংলাদেশ।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...