ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
অভিষেক দাস অরণ্য—এক সময় যিনি ছিলেন ২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ের নায়ক, তিনিই ভাগ্যের নির্মম পরিহাসে পরিণত হয়েছিলেন বিস্মৃত এক নামে।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ঐতিহাসিক সেই বিশ্বকাপে ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেট শিকার করে বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করার নেপথ্য নায়ক হয়ে উঠেছিলেন নড়াইলের এই অলরাউন্ডার। কিন্তু দেশে ফিরেই চোটের শিকার হন অভিষেক। এরপর থেকেই একের পর এক ইনজুরি যেন তাঁর ক্যারিয়ারে টেনে ধরেছিল থমকে থাকা বিরতির রেখা। রিহ্যাব, ইনজেকশন, চিকিৎসা—সবই চলেছে, কিন্তু মাঠে আর ফেরা হয়নি। বিসিবির তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য প্রথমে দুবাইয়ের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ভারতেই পিঠের চিকিৎসা সম্পন্ন হয় তার।
২০২০ সালের মার্চে একটি লিস্ট-এ ম্যাচ খেললেও এরপর আর ধারাবাহিকভাবে দেখা যায়নি মাঠে। ২০২২ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কেবল ব্যাটার হিসেবে কিছু ম্যাচ খেলেন, তবে পূর্ণ ফিটনেসের ঘাটতিতে নিয়মিত হননি। দীর্ঘদিনের সেই বিরতি শেষে অবশেষে আশার আলো দেখাচ্ছেন অভিষেক। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারও বাইশ গজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
নিজের বর্তমান অবস্থা সম্পর্কে অভিষেক জানিয়েছেন, তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন, নিয়মিত বোলিং করছেন এবং ব্যাটিংয়েও জোর দিচ্ছেন। এবার ফিরতে চান একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবেই। একসময় যেখান থেকে থেমে গিয়েছিলেন, সেই জায়গা থেকেই যেন আবার শুরু করতে প্রস্তুত এই প্রতিভাবান ক্রিকেটার।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...