Logo Logo

জাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ-শিবির পুনর্বাসন!


Splash Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের ঘোষিত নতুন কমিটিতে হত্যা মামলার পলাতক আসামী, নিষিদ্ধ ছাত্রলীগ ও শিবির সংশ্লিষ্ট একাধিক বিতর্কিত ব্যক্তির পদায়নের অভিযোগ উঠেছে। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সভাপতি হয়েছেন জামায়াতের সাবেক জেলা আমীরের ছেলে।


বিজ্ঞাপন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল সম্প্রতি ৩৭০ সদস্যের বর্ধিত কমিটি এবং ১৭টি হল ও একটি অনুষদ মিলিয়ে ৮৮ সদস্যের হল কমিটি ঘোষণা করেছে।

এই কমিটিতে হত্যা মামলার পলাতক আসামী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও শিবির সংশ্লিষ্ট নেতাকর্মী এবং বহিষ্কৃত বিতর্কিত ব্যক্তিদের পদায়নের অভিযোগ উঠেছে।

সবচেয়ে আলোচিত বিষয় হলো—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সভাপতি হয়েছেন হামিদুল্লাহ সালমান, যিনি চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবদুর রহিম পাটোয়ারীর ছেলে। সালমান শামীম মোল্লা হত্যা মামলার পলাতক আসামী এবং শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন
২০২৩ সালের মার্চে সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সালমানসহ কয়েকজনকে ৬ মাসের জন্য বহিষ্কার করে এবং একই বছরের সেপ্টেম্বরে হত্যা মামলা দায়ের করে। মামলার তিন আসামী কারাভোগ করলেও সালমান, রাজু আহমেদ ও মোহাম্মদ রাজন মিয়া এখনও পলাতক

এছাড়া, নতুন কমিটিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও অন্যান্য সংগঠনের রাজনীতিতে জড়িত থেকে বহিষ্কৃত বা বিতর্কিত অনেককেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন—রোকেয়া হলের সভাপতি কাজী মৌসুমী আফরোজ, ফজিলাতুন্নেছা হলের সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা সুরভী, সালাম-বরকত হলের সভাপতি সাইদুল ইসলাম এবং আরও অনেকে, যাদের বিরুদ্ধে পূর্বে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল।

জাবি ছাত্রদলের একাধিক যুগ্ম-আহ্বায়ক অভিযোগ করেছেন, শাখা আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত গ্রুপের বিতর্কিত ব্যক্তিদের পদে বসিয়েছেন। এতে সংগঠনটি জাতীয়ভাবে বিতর্কিত হয়েছে বলেও তারা দাবি করেন।

পিবিআই জানিয়েছে, শামীম মোল্লা হত্যা মামলার পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে, আহ্বায়ক বাবর বলেছেন, “যাচাই-বাছাই করেই কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...