ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ৯ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন মোদি। অধিবেশনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক হতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলবে সেপ্টেম্বরজুড়ে; ২৩ সেপ্টেম্বর বক্তব্য দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ২৬ সেপ্টেম্বর বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী মোদি।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর রপ্তানি শুল্ক ছিল ১৫ শতাংশ। ২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের দেড় মাস পর, মার্চে তিনি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করেন, যা কার্যকর হয় ৭ আগস্ট থেকে। এর পর রুশ তেল ক্রয় ইস্যুতে নতুন করে বিরোধ দেখা দেয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং মূল্যসীমা নির্ধারণ করে। কিন্তু ভারত কম দামে রাশিয়া থেকে তেল কিনে আসছে—এ বিষয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প। একাধিকবার তিনি অভিযোগ করেন, এই তেল ক্রয়ের মাধ্যমে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থ যাচ্ছে।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যে গত ৬ আগস্ট ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের মোট শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে। নির্বাহী আদেশে তিনি লিখেছেন, “ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে… আমার বিচারে ভারতীয় পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা প্রয়োজন।”
এ ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে তেল সরবরাহ করাকে ভারত জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে। এই স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...