ছবি: বিবিসি।
বিজ্ঞাপন
শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে নয়তলা ভবনটিতে আগুন লাগে। বর্তমানে ভবনটিতে বেশ কয়েকটি ফ্ল্যাট ও রেস্তোরাঁ চালু রয়েছে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন ভবনের উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অন্তত ১৫টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এদিকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ভোররাত সোয়া ৩টার কিছু আগে তাদের কাছে খবর পৌঁছালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আগুনে ভবনের একটি রেস্তোরাঁ ও একাধিক ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া উড লেন সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকাবাসীকে ওই পথ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
ভোর ৩টার পরপরই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন, চিসউইকসহ আশপাশের ফায়ার স্টেশন থেকে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
লন্ডন পুলিশ জানিয়েছে, এখনো আগুন জ্বলছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, যে ভবনটিতে অগ্নিকাণ্ড ঘটেছে সেটিই ছিল বিবিসির পুরোনো টেলিভিশন সেন্টার, যা ২০১৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...