বিজ্ঞাপন
ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম কান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফ-কে হামলা স্থগিত করার নির্দেশ দেন। আইডিএফ ইতোমধ্যে সেই নির্দেশ কার্যকর করেছে।
অন্যদিকে, ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম আর্মি রেডিও জানিয়েছে, অভিযান পুরোপুরি বন্ধ না করলেও সেটিকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে আইডিএফ। অর্থাৎ বোমা, গোলা ও বিমান হামলা বন্ধ রাখা হয়েছে, তবে গাজায় তাদের অবস্থান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) হামাসকে আল্টিমেটাম দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, রোববারের মধ্যে যদি হামাস সাড়া না দেয়, তবে গোষ্ঠীটির ওপর ‘নরক’ নেমে আসবে। ট্রাম্পের এ সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই হামাসের হাইকমান্ড জানায়, তারা প্রস্তাব মেনে নিতে প্রস্তুত। এর আওতায় গোষ্ঠীটি নিজেদের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সম্মত হয়েছে।
হামাসের এ সম্মতির পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। ট্রাম্পের আহ্বানের কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...