Logo Logo

গোপালগঞ্জ-২ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তাজ


Splash Image

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ আজ রোববার দুপুরে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম লিংক রোডে অবস্থিত নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে তাজ বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমানের ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’ শ্লোগানকে ধারণ করে আমি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষদের সঙ্গে কথা বলেছি। প্রচার প্রচারণা চালিয়েছি। সর্বত্র তরুণদের উৎসাহ ও আগ্রহ দেখে আমি প্রার্থী হতে অনুপ্রাণিত হয়েছি।”

তিনি আরও জানান, আন্দোলন সংগ্রামে তার সক্রিয় নেতৃত্ব দল মূল্যায়ন করবে এবং সেই ভিত্তিতে তাকে গোপালগঞ্জ-২ আসনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় তাজ যুবকদের বেকারত্ব নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, কৃষি আধুনিকায়ন, শিক্ষা, চিকিৎসা এবং তথ্যপ্রযুক্তি উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...