এক বছরে বাংলাদেশে ২৫৬টি মসজিদ নির্মাণ করল কাতার চ্যারিটি
বিজ্ঞাপন
গত এক বছরে বাংলাদেশে ২৫৬টি মসজিদ নির্মাণ করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা কাতার চ্যারিটি। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এই মসজিদগুলো নির্মিত হয়েছে।
কাতারভিত্তিক দৈনিক গালফ টাইমস জানিয়েছে, রোববার (৫ অক্টোবর) কাতার চ্যারিটি এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, মসজিদগুলো নির্মাণের ক্ষেত্রে স্থানীয় মুসল্লিদের প্রয়োজন ও সুবিধা বিবেচনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এসব এলাকায় পূর্বে মানুষ টিনের চালা বা কাদামাটির দেয়ালবিশিষ্ট অস্থায়ী স্থাপনায় নামাজ আদায় করতেন। ফলে তাদের মৌলিক নিরাপত্তা ও আরাম নিশ্চিত করা সম্ভব হতো না। বর্ষার সময় বৃষ্টিতে মেঝে সয়লাব হয়ে যেত, আর গ্রীষ্মে ফ্যান ও বায়ু চলাচলের অভাবে নামাজ আদায় অত্যন্ত কষ্টকর হয়ে উঠতো।
এই সমস্যার সমাধানে কাতার চ্যারিটি মসজিদগুলো আধুনিক নির্মাণশৈলীতে তৈরি করেছে, যেখানে নামাজ আদায়কারীদের জন্য পর্যাপ্ত স্থান, বাতাস চলাচলের ব্যবস্থা ও মৌলিক সুবিধা রয়েছে।
সংস্থাটি জানায়, গত পাঁচ বছরে বাংলাদেশে মোট ৬০০টিরও বেশি মসজিদ নির্মাণ করেছে কাতার চ্যারিটি। এ প্রকল্পের লক্ষ্য হলো গ্রামীণ ও দুর্গম এলাকায় মুসলিম সম্প্রদায়ের উপাসনার পরিবেশ উন্নত করা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করা।
কাতার চ্যারিটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, আশ্রয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...