Logo Logo

টানা পঞ্চমবারের মতো ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন অব্যাহত


Splash Image

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে বাজেট বিল পাস ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটির সরকারি কর্মকাণ্ড স্থগিত রয়েছে এবং শাটডাউন অব্যাহত আছে।


বিজ্ঞাপন


সংবিধান অনুযায়ী বাজেট বিল পাস করতে সিনেটে কমপক্ষে ৬০ ভোটের প্রয়োজন। কিন্তু সর্বশেষ চেষ্টাতেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সংখ্যাটি অর্জন করতে পারেনি।

শাটডাউন শুরু হওয়ার পাঁচদিনের মধ্যেই কয়েক হাজার সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলক অবৈতনিক ছুটি বা বেতন ছাড়াই কাজ করতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বাজেট বিল ব্যর্থ হলে আরও গণছাঁটাই হতে পারে।

বাজেট বিল পাসে ব্যর্থতার মূল কারণ হিসেবে ট্রাম্পের রিপাবলিকান সরকারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের দ্বন্দ্বকে চিহ্নিত করা হয়েছে। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতির জন্য বাজেটে অর্থ বরাদ্দ চাইছে, কিন্তু ট্রাম্প ও রিপাবলিকানরা এতে ভেটো দিচ্ছে। ফলে ডেমোক্র্যাট সিনেটররাও সরকার চালানোর জন্য বাজেট অনুমোদন দিতে পারছেন না।

তবে ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে আপসের ইঙ্গিত দিয়েছেন। গত পরশু তিনি সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যে কোনো বিষয় নিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু প্রথমে আমাদের সরকারকে সচল করতে হবে। আমাদের সরকারকে আজ রাতেই সচল করতে হবে।”

নতুন প্রস্তুতকৃত বাজেট বিল থেকে ডেমোক্র্যাটদের স্বাস্থ্যনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা আশঙ্কা প্রকাশ করছেন, এটি স্বল্পআয়ের আমেরিকানদের ওপর বিরূপ প্রভাব ফেলবে। তারা দাবি করছেন, ট্রাম্প প্রশাসন স্বাস্থ্যখাতে যেসব অর্থ বরাদ্দ বাদ দিয়েছে, সেগুলো পুনরায় বরাদ্দ করতে হবে। এছাড়াও স্বল্পআয়ের আমেরিকানদের জন্য হেলথ ইন্সুরেন্সের ভর্তুকি যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে।

বর্তমানে মার্কিন রাজনৈতিক অঙ্গনে এই বাজেট বিল নিয়ে চাপ বাড়ছে, এবং এর প্রভাব সাধারণ জনগণের ওপর দীর্ঘমেয়াদী হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...