Logo Logo

বাগরাম ঘাঁটি আমেরিকার হাতে যাবে না

‘আফগানরা কখনোই নিজেদের ভূমি অন্য কারও হাতে দেবে না’ — মাওলানা মুজাহিদ


Splash Image

আফগান সার্বভৌমত্ব নিয়ে অনড় ইমারাতে ইসলামিয়া, বললেন মাওলানা মুজাহিদ। ছবি:- সংগৃহীত

আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানরা কখনোই নিজেদের ভূমি অন্য কারও হাতে তুলে দেবে না। তিনি স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাগরাম ঘাঁটি আমেরিকার হাতে হস্তান্তরের প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।


বিজ্ঞাপন


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্টভাবে জানিয়েছেন, বাগরাম বিমানঘাঁটি কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করা হবে না। তিনি বলেন, আফগানরা নিজেদের ভূমি ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই আপস করবে না।

সোমবার (৬ অক্টোবর) স্কাই নিউজে প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে মাওলানা মুজাহিদ বলেন, “আফগানরা কখনোই নিজেদের ভূমি অন্য কারও হাতে তুলে দেবে না—যে পরিস্থিতিই আসুক না কেন।”

তিনি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই মন্তব্যেরও কড়া সমালোচনা করেন, যেখানে ট্রাম্প বলেছিলেন “বাগরাম ঘাঁটি পুনরায় আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়া উচিত।” মুজাহিদ বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

মাওলানা মুজাহিদ আরও জানান, আফগান সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বর্তমানে কিছুটা উত্তেজনাপূর্ণ হলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, “আমরা ওয়াশিংটনে আফগান দূতাবাস এবং কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আলোচনা করেছি। এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি অগ্রগতির ইঙ্গিত।”

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র আরও যোগ করেন, আফগানিস্তান এখন উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হচ্ছে। “দেশে শান্তি ফিরেছে, প্রশাসন এখন আরও কার্যকরভাবে কাজ করছে,” — বলেন তিনি।

সাক্ষাৎকারের মাধ্যমে মাওলানা মুজাহিদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বার্তা দিয়েছেন যে, আফগানিস্তানের মাটি আর কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে যাবে না এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আফগান জনগণ নিজেরাই।

সূত্র: স্কাই নিউজ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...