Logo Logo

আফগান সীমান্তে পাকিস্তানি সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত ১১


Splash Image

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক বাহিনীর কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে দুইজন কর্মকর্তা ও নয়জন সেনা সদস্যসহ মোট ১১ জন নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (৮ অক্টোবর) সকালে উত্তরপূর্বাঞ্চলীয় কুররাম জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা প্রথমে কনভয়টিকে আঘাত করে। এরপর বহুসংখ্যক সশস্ত্র জঙ্গি অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন সেনা সদস্য নিহত হন এবং আহত হয় অনেকে।

ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংস্থাটি জানিয়েছে, তাদের যোদ্ধারাই সেনা কনভয়টিতে হামলা চালিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অরাকজাই সংলগ্ন জেলায় পরিচালিত অভিযানে সেনারা ১৯ জন জঙ্গিকে হত্যা করেছে। ওই অভিযানের সময়ই সেনা সদস্যরা প্রাণ হারান।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা দ্রুত বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আফগান সীমান্তবর্তী এলাকায় তালেবান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর পুনরুত্থান পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

রয়টার্স জানায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান দেশটির সরকার উৎখাত করে কঠোর ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সক্রিয় রয়েছে। এ উদ্দেশ্যেই তারা পাকিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...