Logo Logo

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, বন্ধ তোরখাম ও চামান ক্রসিং


Splash Image

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি গোলাবর্ষণের কারণে পাকিস্তান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে রোববার রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, আফগান সেনাদের আগের রাতের গুলিতে পাকিস্তানি সীমান্ত চৌকিগুলো লক্ষ্যবস্তু হয়েছে।


বিজ্ঞাপন


পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। পাকিস্তানও বন্দুক এবং কামানের মাধ্যমে প্রতিশোধমূলক গোলাবর্ষণ করেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্ত চৌকিগুলোর মধ্যে বেশ কয়েকটি ধ্বংস হয়েছে।

ইসলামাবাদের কর্মকর্তারা জানিয়েছে, রোববার সকালে বেশিরভাগ এলাকায় গোলাগুলি বন্ধ হয়ে গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, পাকিস্তানের কুররাম এলাকায় মাঝেমধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং—তোরখাম এবং চামান—বন্ধ করা হয়েছে। এছাড়াও খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খানে কমপক্ষে তিনটি ছোট সীমান্ত ক্রসিংও অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।

কাবুলের পক্ষ থেকে সীমান্ত বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় গত মধ্যরাতে তাদের অভিযান শেষ হয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রোববার বলেন, “আফগানিস্তানের ভূখণ্ডের কোনো অংশেই কোনো ধরণের হুমকি নেই।”

স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান পাকিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যা কাবুল খারিজ করে আসছে। পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। তবে ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি এবং নেতার জীবিত থাকা-না থাকার তথ্যও স্পষ্ট নয়।

টিটিপি ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে ‘ইসলামিক নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং আফগান তালেবানদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...