বিজ্ঞাপন
সোমবার (১৩ অক্টোবর) আল জাজিরা লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত কিছু ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলো ইতোমধ্যে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। বন্দীরা বাসের ভেতর থেকে হাসিমুখে বিজয়ের চিহ্ন তৈরি করছে। যানবাহনগুলো ঘিরে রয়েছে অসংখ্য মানুষ। অনেকেই তাদের ফোনে এই দৃশ্য ধারণ করছে, অন্যরা ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছে।
এর আগে, মুক্তিপ্রাপ্ত বন্দীদের বহনকারী কয়েকটি বাস দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগার থেকে গাজার দিকে রওনা দেয়। ইতোমধ্যে কিছু বাস যুদ্ধবিধস্ত অঞ্চলে পৌঁছেছে।
স্থানীয় সময় অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে গাজা থেকে ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে শুরু করে হামাস। প্রতিশ্রুতি অনুযায়ী, ইতোমধ্যে জীবিত সব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্ত বন্দীদের ফেরার এই দৃশ্য স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। এছাড়া, মুক্তিপ্রাপ্তদের স্বদেশে ফেরার সঙ্গে সঙ্গে দু’পক্ষের মধ্যে সংলাপ ও শান্তি প্রক্রিয়ার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...