Logo Logo

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন


Splash Image

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ— জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।


বিজ্ঞাপন


সোমবার (১৩ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি ২০২৫ সালের অর্থনীতির নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার ও এর গভীর ব্যাখ্যা প্রদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে তাদেরকে।

নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, “উদ্ভাবন কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করে তোলে এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে সমাজে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হয়”— সেই তাত্ত্বিক ব্যাখ্যায় যুগান্তকারী অবদান রেখেছেন এই তিন অর্থনীতিবিদ।

তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ, ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’, প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের অর্ধেক পেয়েছেন জোয়েল মোকিয়র। আর তত্ত্বের অপর অংশ, ‘সৃজনশীল বিনাশ’ (Creative Destruction)-এর ধারণা ব্যাখ্যা ও বিকাশে অসাধারণ অবদানের জন্য বাকি অর্ধেক ভাগাভাগি করে নিয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

অর্থনীতির ইতিহাসে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির ভূমিকা নিয়ে তাদের গবেষণা বিশ্বব্যাপী নীতি নির্ধারণ, শিল্প বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়ন কৌশলে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছে সুইডিশ অ্যাকাডেমি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...