Logo Logo

গোপালগঞ্জে লিগ্যাল এইডের উদ্যোগে ‘মেডিয়েশন’ বিষয়ক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত


Splash Image

গরীব, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস।


বিজ্ঞাপন


সেই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ে আইনগত সচেতনতা বৃদ্ধি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (মেডিয়েশন) বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরে অনুষ্ঠিত হয় প্রচারণামূলক সভা।

গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের তত্ত্বাবধানে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ সফিকুল ইসলাম।

সভায় তিনি বলেন, “বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মেডিয়েশন আদালতের মামলা জট কমানোর কার্যকর পদ্ধতি। এ প্রক্রিয়ায় অল্প সময় ও ব্যয়ে পক্ষগণ শান্তিপূর্ণভাবে তাদের সমস্যার সমাধান করতে পারে।”

তিনি আরও জানান, গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস থেকে বর্তমানে তিন ধরনের বিনামূল্যের সেবা দেওয়া হচ্ছে— ১. আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের আইনগত অধিকার রক্ষায় বিনামূল্যে আইনি সহায়তা, ২. আইনি পরামর্শ প্রদান এবং ৩. বিকল্প বিরোধ নিষ্পত্তি (মেডিয়েশন)।

মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের দিকনির্দেশনায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে মেডিয়েশনের মাধ্যমে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা নগদ আদায়পূর্বক সংশ্লিষ্ট পক্ষদের হাতে হস্তান্তর করা হয়েছে। “এর ফলে দ্রুত প্রতিকার পেয়ে পক্ষগণ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন,” যোগ করেন তিনি।

সভায় উপস্থিত প্রশিক্ষণার্থীরা লিগ্যাল এইড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে জেলা লিগ্যাল এইড অফিসার তাৎক্ষণিকভাবে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান, কাজী ফারদীন রহমান, জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুক্তা চৌধুরী, জারীকারক বিশ্বজিৎ মণ্ডলসহ প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে প্যাকেট খাবার বিতরণ করা হয়।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...