বিজ্ঞাপন
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বরখাস্তকৃত জেনারেলদের বিরুদ্ধে মারাত্মক আর্থিক অপরাধের অভিযোগ রয়েছে। অধিকাংশ বরখাস্তকৃতই তিন তারকা জেনারেল এবং পার্টির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপটি দুর্নীতিবিরোধী অভিযানের অংশ, তবে বিশ্লেষকরা এটিকে রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবেও দেখছেন। বিশেষভাবে, চীনের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা এবং কেন্দ্রীয় কমিটির নতুন সদস্য নির্বাচনের আগেই এই অভিযান পরিচালিত হওয়ায় তা রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বরখাস্ত হওয়া নয় জন জেনারেল হলেন-
১। হি ওয়েইডং – সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান
২। মিয়াও হুয়া – সিএমসির রাজনৈতিক বিভাগের ডিরেক্টর
৩। হে হংজুন – সিএমসির রাজনৈতিক বিভাগের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর
৪। ওয়াং জিউবিন – সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর
৫। লিন জিয়াংইয়াং – ইস্টার্ন থিয়েটার কমান্ডার
৬। কিন শুতং – সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার
৭। ইয়ুআন হুয়াজি – নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার
৮। ওয়াং হৌবিন – রকেট ফোর্সেস কমান্ডার
৯। ওয়াং চুনিং – আর্মড পুলিশ ফোর্স কমান্ডার
এই পদক্ষেপ চীনের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণের পাশাপাশি, রাজনৈতিক শক্তি সংরক্ষণও এই অভিযানকে চালিত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...