Logo Logo

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিআইপি কর্মীদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

সাতক্ষীরায় রূপান্তর সংস্থার ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের (সিটিআইপি) সদস্যদের নিয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৮ অক্টোবর) সকাল দশটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল মানব পাচারের হাত থেকে রক্ষা পাওয়া পুরুষ ও মহিলাদের সহায়তা এবং পাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

সভায় পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, মানব পাচার প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্য আদান-প্রদানের কৌশল নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাহিদ হাসান এবং পরিচালনা করেন সিটিআইপি সদস্য আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। এছাড়া সাতক্ষীরা জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান, কুমারেশ মন্ডল সহ আশাশুনি, কালিগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার সিটিআইপি সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা মানব পাচারের ভয়াবহতা ও এর আধুনিক কৌশলগুলো তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে চাকরির প্রলোভন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাচারকারীরা সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলছে। এই জঘন্য অপরাধ দমনে সিটিআইপি কর্মীদের সম্মিলিত ও শক্তিশালী ভূমিকা অপরিহার্য।

প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ তার বক্তব্যে পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা, কাউন্সেলিং, পুশ ফ্যাক্টর ও পুল ফ্যাক্টর এবং অর্থনৈতিক পুনর্বাসনের উপর জোর দেন। সিটি আইটি সদস্য কর্ণ বিশ্বাস কেডি বলেন, “পাচারমুক্ত এক সুন্দর সমাজ গড়তে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি—যেখানে প্রতিটি জীবন হবে সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ। মানব পাচার প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টা আজ থেকে আরও জোরদার হলো।”

সভায় মানব পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এনজিওগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের গুরুত্বও তুলে ধরা হয়। উপস্থিত সিটিআইপি সদস্যরা পাচার সংক্রান্ত তথ্য দ্রুততম সময়ের মধ্যে আদান-প্রদানের পাশাপাশি ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা পাচারমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসেডরের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সংস্থা মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...