Logo Logo

নৌবাহিনীতে সাবমেরিন, আধুনিক পোর্ট কৌশল আসছে—উপদেষ্টার গুরুত্বপূর্ণ ঘোষণা


ভোরের বাণী

Splash Image

নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে সাবমেরিন সংযুক্তিসহ নানামুখী আধুনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, “নৌবাহিনী এখন শুধু সীমান্ত নয়, সমুদ্রবন্দর রক্ষায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এজন্য একটি আধুনিক পোর্ট স্ট্র্যাটেজি প্রস্তুত করা হচ্ছে।”

রবিবার (২৫ মে) সকাল ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন নাবিকদের উদ্দেশে উপদেষ্টা ড. সাখাওয়াত বলেন,

“আপনারা দেশমাতৃকার সেবায় নিয়োজিত। দেশের সমুদ্র নিরাপত্তা আপনাদের উপর নির্ভর করছে। আমরা সে দিন আর বেশি দূরে নই যেদিন বাংলাদেশের ২০০ নটিক্যাল মাইলের বাইরেও আমাদের নৌবাহিনী নিরাপত্তা দিতে সক্ষম হবে।”

তিনি নবীন নাবিকদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “নবীনদের প্রশিক্ষণের ধারাবাহিকতা তাদেরকে ভবিষ্যতের সেরা নৌযোদ্ধায় পরিণত করবে।”

এর আগে তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

মোঃ গালিব আল মাহাদী অর্ণব – পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন।

মোঃ হাসিব হোসেন – দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ পান।

মোঃ নাঈম গাজী – তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন।

এ সময় নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- জাকারিয়া জাহিদ,পটুয়াখালী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...