Logo Logo

১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারনের আশ্বাস আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টারর


ভোরের বাণী

Splash Image

কোরবানির ঈদে শহরের পরিচ্ছন্নতা নিয়ে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। ঈদুল আজহার দিন কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজ্ঞাপন


রোববার (২৫ মে) কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ঈদের কোরবানির পর শহরের সড়কে বর্জ্য জমে গন্ধ ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। এবার সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সব সিটি করপোরেশন এবং স্থানীয় প্রশাসনকে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসকদের ধন্যবাদ জানানো হয়েছে তাদের অগ্রগামী ভূমিকার জন্য।

চামড়ার ন্যায্য মূল্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “প্রতি বছরই দেখা যায়, অনেক চামড়া নষ্ট হয়ে যায় বা বিক্রেতারা তাদের ন্যায্য দাম পান না। অথচ এই চামড়া গরিব, এতিমখানা ও মাদ্রাসার ছেলেমেয়েদের হক।”

তিনি জানান, এবার সরকার বিক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছে। চামড়ার সঠিক সংরক্ষণ ও মূল্য নির্ধারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোরবানির পশুর হাটে হাসিল (ট্যাক্স) নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, “৫ শতাংশ হাসিল অনেক বেশি। যদিও এ বছর কমাতে পারিনি, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আগামীবার তা ৩ শতাংশের বেশি না হয়।”

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবার দুই পাশ মিলিয়ে ২০টি কোরবানির হাট বসানো হচ্ছে। এসব হাটে পর্যাপ্ত আনসার সদস্য, চিকিৎসক এবং মনিটরিং টিম নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে অসুস্থ গরু বিক্রি না হয় এবং ক্রেতা-বিক্রেতারা নিরাপদে কেনাবেচা করতে পারেন।

উপদেষ্টা আরও জানান, “কোরবানির তিন দিনে প্রায় ৯০ শতাংশ গরু প্রথম দিনেই কোরবানি হয়ে যায়। এজন্য প্রথম দিনের পরিচ্ছন্নতা ব্যবস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেখানেই জোর দিচ্ছি।”

এছাড়া হাটে আগত অসুস্থ মানুষদের জন্য জরুরি চিকিৎসাসেবা রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...