Logo Logo

উত্তাল রাজস্ব বিভাগ

চেয়ারম্যান অপসারণসহ ৪ দফা দাবিতে সোমবার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি


ভোরের বাণী

Splash Image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু হচ্ছে সোমবার (২৬ মে) থেকে।


বিজ্ঞাপন


শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রীসেবা এবং ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি-রপ্তানির কার্যক্রম এ কর্মবিরতির বাইরে থাকবে।

রোববার (২৫ মে) রাজধানীর এনবিআর প্রধান কার্যালয়ের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কমিশনার আব্দুল কাইয়ুম এবং উপ কর কমিশনার রইসুন নেসা।

সংগঠনটি জানিয়েছে, রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কার এবং সরকারের দায়িত্বশীল পদক্ষেপের দাবিতে তাদের আন্দোলন চলছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে চারটি মূল দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে সুস্পষ্ট ঘোষণা চাওয়া হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. রাজস্ব খাত সংশ্লিষ্ট বিতর্কিত অধ্যাদেশ অবিলম্বে বাতিল।

২. এনবিআর চেয়ারম্যানের অপসারণ।

৩. রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ।

৪. সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে টেকসই রাজস্ব নীতি প্রণয়ন।

সংগঠনের নেতারা জানান, রাজস্ব ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে এনবিআরকে একটি স্বতন্ত্র ও পেশাগত রাজস্ব এজেন্সিতে রূপান্তরের কোনো বিকল্প নেই। রাজস্ব নীতিকে স্বতন্ত্র ও বিশেষায়িত কাঠামোতে পরিচালনার জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

তারা অভিযোগ করেন, এনবিআরের বর্তমান চেয়ারম্যান সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনা বাধাগ্রস্ত করছেন এবং পূর্ববর্তী সময়ে তিনি নানা আর্থিক অনিয়মে জড়িত ছিলেন। বিশেষ করে ব্যাংক খাতে বিশৃঙ্খলা ও নির্দিষ্ট গোষ্ঠীর কর ফাঁকি সহযোগিতার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, এই কর্মবিরতির ফলে করদাতা ও সেবাপ্রার্থীদের সাময়িক অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে এই আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরকারকে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন, যেন অর্থবছরের শেষভাগে রাজস্ব সংগ্রহে বিঘ্ন না ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...