Logo Logo

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩


Splash Image

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে জানা যায়, দুটি বাস ও আরও দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে, যার ফলে এ মৃত্যুর সংখ্যা এত বেশি হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলুতে যাওয়ার পথে সংঘটিত এ দুর্ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বিপরীত দিকের দুটি বাস তাদের পেছনের যানবাহনকে ওভারটেক করছিল। কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়, যা এ মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উগান্ডার সড়কগুলো সাধারণত সরু হওয়ায় এবং যানবাহনের অতিরিক্ত গতির কারণে প্রতিবছর এখানে বিপজ্জনক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে একসঙ্গে ৬৩ জনের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক এবং খুবই দুঃখজনক।

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা জানান, দুর্ঘটনার পর অনেক আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। দুর্ঘটনার দৃশ্যটি ভয়াবহ ছিল এবং আহতদের উদ্ধার কার্যক্রম কঠিন পরিস্থিতিতে সম্পন্ন করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৫,১৪৪ জন নিহত হয়েছেন। এর আগের বছর ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪,৮০৬ জন এবং ২০২২ সালে ৪,৫৩৪ জন। এ থেকে স্পষ্ট, দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

উল্লেখ্য, এই দুর্ঘটনা দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচলের নিয়ন্ত্রণে বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...