Logo Logo

মিরপুরের মাঠেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান সাকিব


Splash Image

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে চেয়েছেন। যদিও গত এক বছরে বাংলাদেশের জার্সিতে তিনি কোনো ম্যাচ খেলেননি, তবুও এই ইচ্ছার কথা সম্প্রতি ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন সাকিব।


বিজ্ঞাপন


সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, “অবশ্যই ১০০ পারসেন্ট (মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা)। আমার চেয়েও এটা ভক্ত-সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার। যদি এমনটা হয়, তাহলে আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে।” তিনি আরও বলেন, ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বহু রেকর্ডের মালিক হলেও কোনো সংস্করণ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এখনও অবসর নেননি।

বাংলাদেশের জার্সিতে সাকিব সর্বশেষ খেলেছেন গত বছরের অক্টোবর মাসে ভারতের বিপক্ষে কানপুরে অনুষ্ঠিত টেস্টে। ওই টেস্টের আগে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছিলেন। পরবর্তীতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলতে দলের ঘোষণা করা হলেও নানা জটিলতার কারণে শেষ মুহূর্তে স্থানীয় ভেন্যুতে খেলতে পারেননি।

গত ১২ মাসে দেশের জার্সিতে খেলতে না পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাকিব একেবারেই বিচ্ছিন্ন নন। তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল)সহ বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন। এছাড়া, এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে মাইনর লিগ ক্রিকেট (এমআইএলসি)-এ আটলান্টা ফায়ারের জার্সিতে চ্যাম্পিয়নও হয়েছেন।

আটলান্টা ফায়ারের ব্যাটার সাগর প্যাটেল ক্রিকবাজকে জানান, “সে হাসছিল। বাচ্চার মতো মনে হচ্ছিল। আমাদের সঙ্গে খেলাটা সে উপভোগ করছিল… ভালোবেসেই খেলেছিল আমাদের সঙ্গে। সব সময় মজা করছিল আমার সঙ্গে।”

সাকিবের এক ভেন্যুতে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে। ওয়ানডেতে মিরপুরে ৮৯ ম্যাচে ৪.০৮ ইকোনমিতে তিনি ১৩১ উইকেট নিয়েছেন। এই রেকর্ডে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন। শারজায় ওয়াসিম ৭৭ ওয়ানডেতে ৩.৫৫ ইকোনমিতে ১২২ উইকেট নিয়েছিলেন।

সাকিব আল হাসানকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন মিরপুরেই থাকবে, যেখানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...