বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সেই টেক্সলার হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর আলেক্সেই টেক্সলার বলেন, “সর্বশেষ তথ্য অনুযায়ী, কোপেইস্কের ওই কারখানায় বিস্ফোরণে ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া ১২ কর্মী এখনো নিখোঁজ রয়েছেন।” তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
গভর্নর আরও বলেন, “বিস্ফোরণস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর।”
তিনি জানান, আহতদের মধ্যে দুজনকে বার্ন সেন্টারে, দুজনকে আঞ্চলিক ক্লিনিক্যাল হাসপাতালে এবং একজনকে কোপেইস্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকেও বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে।
গভর্নর টেক্সলার আরও বলেন, “কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে। জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।”
বিস্ফোরণের পর কোপেইস্ক জেলার পৌর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুনের উৎস ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে এটি কোনো মনুষ্যবিহীন ড্রোন হামলার ঘটনা নয় বলে জানিয়েছেন গভর্নর টেক্সলার।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কোপেইস্কের ওই কারখানায় প্লাস্টিকজাত পণ্য উৎপাদন করা হতো। বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক বিস্ফোরণের পর প্রথমে চারজনের মৃত্যু ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...