বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, অভিযানে মোট ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার উন্নতমানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস, এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে সর্বদা সক্রিয়। সীমান্ত দিয়ে কোনোভাবেই চোরাচালান হতে দেওয়া হবে না। সীমান্তের আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি- মোঃ খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...